November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular বিনোদন ব্যবসা ও প্রযুক্তি

এই বছর বলিউডের প্রথম ৬ মাসের রিপোর্ট কার্ড 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

বলিউড এই বছরের প্রথম ৬ মাসের রিপোর্ট কার্ড প্রকাশ করলো। এই সময়ের মধ্যে আনুমানিক ৫০টি ছবি মুক্তি পেয়েছে। যার মধ্যে অনেকগুলো ছবিই বেশ হিট ছিল। এই প্রসঙ্গে বলিউড ছবির পরিবেশক এবং ট্রেড ভেটেরান আমোদ মেহরা বলেন, গত ৬ বছরের তুলনায় এই বছরের প্রথম অর্ধে আমরা অনেক বেশি হিট ছবি পেয়েছি। ষাট, সত্তর ও আশির দশককে হিন্দি সিনেমার সোনালি যুগ বলা হয়। আমার মনে হচ্ছে সেই সময়টা আবারও ফিরে আসছে। আমরা এখন প্রতিটি জেনারেশনের শিল্পীদের ভালো কাজ দেখছি। তিনি আরো বলেন, এমনকি অফবিট ছবিগুলোও বেশ ভালো ব্যবসা করেছে। ‘১০২ নট আউট’ বা ‘হিচকি’র মতো অফবিট ছবিগুলোর ব্যবসা নিয়ে সন্দেহ থাকলেও পরে এগুলো বেশ ভালো কালেকশন করেছে।

গত ৬ মাসের পরিসংখ্যান বলছে…….

১. ব্লকবাস্টার- পদ্মাবত : ২৮২.১৮ কোটি টাকার ব্যবসা করেছে।

২. হাই গ্রসার- রেস ৩ (১৬৩.০৫ কোটি), বাঘি ২ (১৬০.৭৪ কোটি), রাজি (১২১.০৭ কোটি), রেইড (১০১.৫৫ কোটি), সোনু কে টিটু কি সুইটি (১০০.৮০ কোটি)

৩. হিট- প্যাড ম্যান (৮১ কোটি), বীর ডি ওয়েডিং (৭৯.৩৫ কোটি), পরমাণু : দ্য স্টোরি অব পোখরান (৬৪.১২ কোটি), ১০২ নট আউট (৫১.৭৬ কোটি), হিচকি (৪৬.১৮ কোটি)

৪. অ্যাভারেজ- অক্টোবর (৪০.৫০ কোটি), পরী (২৭.৫৭ কোটি), আইয়ারি (১৭.৫১ কোটি)

 

Related Posts

Leave a Reply