November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

এবছর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পেলেন ৩ বিজ্ঞানী 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

চিকিৎসাবিজ্ঞানে যৌথভাবে নোবেল জিতে নিলেন তিন বিজ্ঞানী। আজ সোমবার তাঁদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অব সায়েন্সেস। বিজয়ীরা হলেন- উইলিয়াম কায়েলিন জেআর, স্যার প্যাটার  জে. রেটকলিফ এবং  গ্রেগ এল. সিমেনজা। এই তিন বিজ্ঞানী তাঁদের গবেষণায় মানবদেহে অক্সিজেনের উপস্থিতি সনাক্ত এবং অক্সিজেনের উপস্থিতির পর শরীরের কোষ কীভাবে সাড়া দেয় সেই প্রক্রিয়ানিয়ে কাজ করেছেন।

বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই পুরস্কারের জন্য এই বছর ২২৩ জন ব্যক্তি এবং ৭৮টি প্রতিষ্ঠান মনোনয়ন পায়। বিভিন্ন বিষয়ের নোবেল কমিটিগুলোর ঘোষণা অনুযায়ী চিকিৎসাবিদ্যার পর আগামী ৮ অক্টোবর বিকাল পৌনে ৪টায় দ্য রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে পদার্থবিদ্যায়, ৯ অক্টোবর বিকাল পৌনে ৪টায় রয়াল ইনস্টিটিউট অব সায়েন্স থেকে রসায়নবিদ্যায়, ১০ অক্টোবর বিকাল ৫টায় দ্য রয়াল সুইডিশ একাডেমি থেকে সাহিত্য এবং ১১ অক্টোবর নরওয়ের রাজধানী অসলো থেকে নরওয়েজিয়ান নোবেল কমিটি শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ীদের নাম ঘোষণা করবে।

Related Posts

Leave a Reply