মালিঙ্গাহীন এবারের আইপিএল
কলকাতা টাইমসঃ
পাকাপাকি ভাবেই এবারের আইপিএল থেকে সরে দাঁড়ালেন শ্রীলঙ্কার বিস্ময় বোলার লাথিস মালিঙ্গা। তাকে ছাড়াই ২০২০ আইপিএলে খেলতে নামছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। জানা যাচ্ছে, মালিঙ্গার পরিবর্ত হিসেবে নীতা আম্বানির মুম্বাই উড়িয়ে আনছেন অস্ট্রেলিয়ান পেসার জেমস প্যাটিনসনকে। প্রথমে কথা ছিল, প্রাথমিক কয়েকটি ম্যাচের পরই দলে যোগ দেবেন মালিঙ্গা। গতকাল গোটা টুর্নামেন্ট থেকেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।
এবারের আইপিএল খেলতে ইতিমধ্যেই আরব আমিরশাহিতে পৌঁছে গিয়েছে গতবারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। বাবা অসুস্থ, তাই শেষ মুহূর্তে আইপিএল থেকে সরে দাঁড়িয়েছেন দলের ম্যাচ উইনার বোলার লাথিস মালিঙ্গা। কিছুদিনের মধ্যেই বাবার অস্ত্রোপচার হতে পারে বলে জানা যাচ্ছে। অস্ট্রেলিয়ান এই ফাস্ট বোলার এই সপ্তাহেই আবুধাবিতে মুম্বাই ইন্ডিয়ান্স দলের সঙ্গে যোগ দেবেন। ফ্র্যাঞ্জাইজির তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, মালিঙ্গার পরিবর্তে হিসেবে জেমস আমাদের কাছে উপযুক্ত বিকল্প।