যারা লুকিয়ে রয়েছে তারা শরণার্থী নয়. তাদের খুঁজে বের করবো -মোদী
কলকাতা টাইমসঃ
যারা লুকিয়ে রয়েছে তারা শরণার্থীরা নয়। শরণার্থীরা খোলা মনেই তাদের বিপদে পড়ার কথা বলে। যারা তেমনটা না করে লুকিয়ে রয়েছে তারাই ভয় পেয়েছে ভারতের নাগরিকত্ব আইন নিয়ে। আর বিরোধী রাজনৈতিক দলগুলি এই সুযোগে মানুষকে ভুল বুঝিয়ে বিক্ষোভে সামিল করছে এক শ্রেণীর মানুষকে।
আজ রামলীলা ময়দান থেকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, নাগরিকত্ব আইনের মাধ্যমে দেশের কোনো মানুষের নাগরিকত্ব কেড়ে নেওয়া হবে না। প্রতিবেশী তিনটি দেশ, পাকিস্তান, বাংলাদেশ এবং আফগানিস্তান থেকে আসা শরণার্থীরা এদেশে বৈধ নাগরিকত্ব পাবেন। যারা বৈধ শরণার্থী নন তারা আসলে লুকিয়ে আছে। তারাই ভয় পাচ্ছে সদ্য সংসদে পাশ হওয়া নাগরিকত্ব বিলকে।