January 19, 2025     Select Language
৭কাহন Editor Choice Bengali KT Popular খেলা

বিশ্বকাপের জন্য হাজার হাজার কুকুর মেরে ফেলা হচ্ছে রাশিয়ায় !

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

কফির কাপ হাতে হোক, কিংবা গিটারে গুণগুণ, রাস্তাজুড়ে আলোচনা একটাই ফুটবল। তার মধ্যেই মন ভালো নেই অনেকের। কারণ রাস্তায় বেরিয়ে আর প্রিয় কুকুরটিকে আশপাশে দেখতে পাচ্ছেন না এলাকার মানুষ। রাশিয়ার সোচি শহরেই মিলেছে বেশ কয়েকটি কুকুরের মৃতদেহ। জানা গেছে, বিশ্বকাপ উপলক্ষে রাস্তাঘাট নিরাপদ রাখতে কুকুর নিধন চলছে রাশিয়ায়। বিশ্বকাপের আগেই কয়েক হাজার রাস্তার কুকুরকে মেরে ফেলা হয়েছে রাশিয়ার ১১টি শহরে। যাকে বলা হচ্ছে ‘বায়োলজিক্যাল ট্রাশ’ সাফাই অভিযান।

সংবাদ সংস্থার খবর অনুযায়ী, ভিন দেশের অসংখ্য নাগরিক এসেছেন রাশিয়ায়। শহরজুড়ে উৎসবের ঢল। এরই মাঝে এতগুলো কুকুর নাকি বিশ্বকাপ দর্শনার্থী ও প্রশাসনের বিরক্তির কারণ হয়ে উঠেছিল, আর তাই বিষাক্ত খাবার খাইয়ে মেরে ফেলা হয়েছে কয়েক হাজার কুকুরকে। প্রশাসনের পক্ষ থেকে যদিও বলা হচ্ছে, কুকুরদের অস্থায়ী আশ্রয়ে পৌঁছে দেওয়ার জন্যই তাদের তুলে নিয়ে যাওয়া হয়েছে। কারণ শহরে ভিনদেশি অতিথিরা রয়েছেন। যে শহরগুলোতে বিশ্বকাপের ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে, সেখানকার কুকরদের জন্য আশ্রয়স্থল খুঁজে দিতে চাইছে প্রশাসন, এটা খুব একটা স্বাভাবিক নয়, মত রাশিয়ার এক পশুপ্রেমীর।

সূত্রের খবর, কুকুর নিধনের জন্য নিয়োগ করা হয়েছে বেসরকারি এক সংস্থাকে। রাশিয়ার বিভিন্ন শহরে কয়েক হাজার কুকুরের মৃতদেহের ছবি পোস্ট হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ২০১৪ সালের উইন্টার অলিম্পিক্সের সময় রাশিয়ায় কুকুর নিধন নিয়ে সমালোচনার মুখে পড়েছিল সেদেশের প্রশাসন। বিশ্বকাপ ফুটবলের আসরও তার ব্যতিক্রম হল না।

Related Posts

Leave a Reply