রোজ সৌদি আরব ছেড়ে যাচ্ছেন হাজার হাজার প্রবাসী
নিউজ ডেস্কঃ
গত ১৮ মাসে ৮ লাখ ১১ হাজার প্রবাসী সৌদি আরব ছেড়ে নিজেদের দেশে ফায়ার। বৃহস্পতিবার সৌদি গেজেটের এক প্রতিবেদনে বলা হয়, গত দেড় বছরে প্রতিদিন গড়ে দেড় হাজার প্রবাসী সৌদি আরব ছেড়ে চলে গিয়েছেন। শুধুমাত্র ২০১৮ সালের পরিসংখ্যান বলছে, ২ লাখ ৭০ হাজার প্রবাসী সৌদি ছেড়ে চলে যাওয়ার জন্য ভিসা নিয়েছেন এই সময়ের মধ্যে। গত বছর একই সময়ে ৫ লাখ ৪১ হাজার প্রবাসী চলে যাওয়ার ভিসা নিয়েছিল।
অবশ্য সৌদি ছেড়ে যাওয়ার পর ফিরে আসার জন্য ১২ লাখ প্রবাসী গত চার মাসে ভিসা নিয়েছেন। অথচ গত বছরের প্রথম চার মাসে ৩০ লাখ প্রবাসী সৌদি প্রত্যাবর্তনের ভিসা নিয়েছিল। এছাড়া ভিসা নবীকরণ করেনি বহু প্রবাসী। সরকারিভাবে বলা হচ্ছে, ছয় লাখ ৭৪ হাজার ৩৩ জন প্রবাসী সৌদিতে বসবাসের আইন লঙ্ঘন করেছে।