কাতারে বিশ্বকাপকে প্রাণ দিতে জীবন দিচ্ছেন হাজার হাজার নেপালী
কলকাতা টাইমসঃ
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হতে চলেছে ফুটবল বিশ্বকাপ। তার প্রস্তুতি হিসেবে সেদেশে বেশ কিছুদিন আগে থেকেই তৈরী হয়েছে নানান কর্মযজ্ঞ। তারই মধ্যে রয়েছে দারুন দারুন সব স্টেডিয়াম নির্মাণ। যে কাজের জন্য নির্মাণ কর্মী হিসেবে সেদেশে কাজ করতে যান ভিনদেশের কর্মীরা। যার মধ্যে বেশিরভাগই নেপালের বাসিন্দা। জানা যাচ্ছে এর মধ্যেই এই কাজে গিয়ে প্রায় ১৪০০ নেপালি কর্মচারী প্রাণ হারিয়েছেন!
সম্প্রতি জার্মানির পাবলিক ব্রডকাস্টার ওয়েস্টডাশ্চার রান্ডফাঙ্ক কোল (ওয়াইডিআর) এক অনুসন্ধানী প্রতিবেদনে জানা গেছে, ওই প্রতিবেদনের শিরোনাম দেওয়া হয়েছে ‘ট্র্যাপড ইন কাতার’ অর্থাৎ কাতারের ফাঁদ। আশ্চর্যের বিষয় এর জন্য কোনো ক্ষতিপূরণও পায়নি সেই শ্রমিকরা। নেপালের শ্রম মন্ত্রকের মুখপাত্র নারায়ণ রেগমি জানান, এটা ঘটনা যে, গত কয়েক বছরে কাতারে অনেক নেপালি শ্রমিক প্রাণ হারিয়েছে।নেপাল সরকারের পরিসংখ্যান অনুয়ায়ী প্রতি বছর দেশটির প্রায় ১১০ জন মানুষ প্রাণ হারাচ্ছে কাতারে।