ন্যাড়া হয়ে যাচ্ছেন চীনের হাজার হাজার নার্স !
কলকাতা টাইমসঃ
ইতিমধ্যেই বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে করোনা ভাইরাস। ভয়াবহ অবস্থা ভাইরাসের আঁতুরঘর চীনে। ইতিমধ্যেই সেখানে মৃত্যু হয়েছে দেড় হাজারেরও বেশি মানুষের। আক্রান্তের সংখ্যা প্রায় ৭০ হাজার। প্রত্যেকদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এই বিপুল সংখ্যক আক্রান্ত মানুষকে দ্রুত সেবা শুশ্রুষার লক্ষে নিজেদের মাথা ন্যাড়া করে ফেলছেন চীনের হাজার হাজার নার্স।
তাদের ধারণা চুলের পরিচর্যার সময় বাঁচিয়ে আরও বেশি সময় তারা সেবার কাজে মগ্ন থাকতে পারছেন। হাসপাতালের কর্মীরা বাথরুমে সময় নষ্ট না করার জন্য প্রত্যেকেই ডায়াপার ব্যবহার করছেন।ভাইরাসের আক্রমণ থেকে বাঁচতে নানান করিম ব্যবহার করায় শরীরের চামড়া ক্রমশ সাদা হয়ে যাচ্ছে। দীর্ঘদিন মাস্ক ব্যবহারের কারণে বিকৃত হয়ে যাচ্ছে মুখ।