ভারতে প্রবেশের উদেশ্যে সীমান্তে হাজির হচ্ছে হাজার হাজার পাকিস্তানী !
কলকাতা টাইমসঃ
যে কোনো মুহূর্তে কাশ্মীর সীমান্তে বড়োসড়ো অশান্তির আশঙ্কা করছে ভারতীয় সেনা। কারণ, আজাদ কাশ্মীরের হাজার হাজার পাকিস্তানি জনগণ এগিয়ে চলেছে কাশ্মীর সীমান্তের দিকে। তারা জোর করেই ভারতে প্রবেশ করবে এমনটাই তাদের দাবি। ৩৭০ ধারা বাতিলের প্রতিবাদে রাস্তায় নেমেছে তারা। গোটা পরিস্থিতির উপর নজর রাখছে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনী। যদিও শনিবার কাশ্মীরিদের নিয়ন্ত্রণরেখা অতিক্রম না করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।
ইতিমধ্যে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়ে রেখেছে, তারা নিয়ন্ত্রণরেখা অতিক্রম করে শ্রীনগর পৌঁছবে। জম্মু কাশ্মীর লিবারেশন ফ্রন্টের মুখপাত্র রাফিক দর জানান, তাদের তাদের লাইন অফ কন্ট্রোল অতিক্রম করার বৈধ অধিকার রয়েছে। কারণ, এই সীমান্ত তারা মানেন না। এদিনই তাদের চাকৌথি পৌঁছনোর কথা। সূত্রের খবর, চাকৌথিতে থেমে যেতে পারে বিক্ষোভকারীদের মিছিল। কারণ সেখানে বিশাল নিরাপত্তা বাহিনী মোতায়েন করা হয়েছে।