বাড়ির সামনে হাজার হাজার মানুষ, পরিস্থিতি সামলাতে রাস্তায় নেমে এলেন সালাহ!

কলকাতা টাইমসঃ
সমর্থকদের চমকে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেন মোহম্মদ সালাহ। অবশ্য শুধু বেরিয়েই এলেন না, তাদের সঙ্গে কথা বললেন। অটোগ্রাফ দিয়ে পরিস্থিতি শান্ত করলেন। বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বিদায় নিয়ে সদ্য মিশরের বাড়িতে ফিরেছেন সালাহ। চুপিসারে ছুটির মেজাজেই কয়েকটা দিন কাটানোর পরিকল্পনা ছিল তার। কিন্তু বিপত্তি বাধে তাকে নিয়ে ছড়িয়ে পড়া গুজবে।
রাশিয়া থেকে শূন্য হাতে ফেরা নিয়ে অবশ্য বিন্দুমাত্র ক্ষোভ নেই মিশরের ফুটবল সমর্থকদের মধ্যে। যার ওপর যাবতীয় প্রত্যাশা ছিল, সেই সালাহ দুই ম্যাচে গোল করেও দলকে জেতাতে পারেননি। যদিও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে কাঁধের চোটের জন্য একসময় তার বিশ্বকাপে খেলা নিয়েই সংশয় তৈরি হয়েছিল। ফিরে এসে দুটি ম্যাচ খেলেছেন, গোলও করেছেন।এদিকে, বিশ্বকাপে দলের ব্যর্থতা এবং রাজনীতির শিকার হচ্ছেন, এই কারণে সালাহ অবসর নিতে চলেছেন, এই গুজবেই শুরু হয় তোলপাড়। সালাহর বাড়ির ঠিকানাও ফেসবুকে ফাঁস হয়ে যায়। এরপরই হাজার হাজার অনুরাগী জড়ো হন তার বাড়ির সামনের রাস্তায়।
জানা গেছে, পরিস্থিতি নাগালের বাইরে চলে যেতে পারে, এমন অনুমান করে স্থানীয় পুলিশবাহিনী সালাহর বাড়ি ঘিরে ফেলে। তবে অপ্রীতিকর কিছুই ঘটেনি। তারকা ফুটবলার নিজেই বাড়ির বাইরে বেরিয়ে আসেন। ভক্তদের গুজবের কথা বোঝানোর পর তারা শান্ত হন। সতীর্থরা অনেকেই নাকি এমন পরিস্থিতির কথা শুনে ঘাবড়ে গিয়েছিলেন।