হাজার হাজার ট্যাক্সির ছাদে চলছে সবজি চাষ !
কলকাতা টাইমসঃ
অতিমারীর কবলে একের পর এক নিষেধাজ্ঞায় থাইল্যান্ডে বেকার হয়ে পড়েছেন ট্যাক্সিচালকরা। প্রায় দু’বছর ধরে তাদের রুটি রুজি বন্ধ। ট্যাক্সি চলাচলের ওপর শীষেধাজ্ঞা আরোপ করা হয়েছে সেদেশে। এই অবস্থায় অভিনব এক প্রতিবাদের ভাষা খুঁজে বের করেছে থাইল্যান্ডের ট্যাক্সিচালক ইউনিয়ন।
বাঁশের খাঁচায় কালো প্লাস্টিক বিছিয়ে গাড়ির মাথায় তৈরী করা হয়েছে সবজি বাগান। প্রথমে দুই জন ট্যাক্সিচালক এটি শুরু করার পর সকলেই একই পদ্ধতিতে প্রতিবাদে সামিল হন। নিজেদের ট্যাক্সির ছাদে সবজি চাষ পক্ষান্তরে তাদের প্রতিবাদের ভাষা।