কাশ্মীরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুক যুদ্ধে ৩ জঙ্গি খতম
কলকাতা টাইমসঃ
কাশ্মীরে সন্ত্রাসবাদীদের সঙ্গে নিরাপত্তারক্ষীদের মধ্যে বন্দুকযুদ্ধে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। রবিবার কাশ্মীরের কুলগাও জেলায় এই ঘটনা ঘটে। রবিবার ভোর থেকেই ওই এলাকায় ব্যাপক তল্লাশি অভিযান শুরু করে সেনাবাহিনী। এলাকা ঘিরে ফেলতেই শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। কয়েক ঘন্টার বন্দুক যুদ্ধের পর নিহত হয় তিন সন্ত্রাসবাদী।
সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে, তাদের কাছে আগাম খবর ছিল গতকালই ওই তিন জঙ্গি সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকে পড়ে। এরপরই ওই এলাকায় অভিযানের সিদ্ধান্ত নেওয়া হয় সেনাবাহিনীর তরফ থেকে। শেষপর্যন্ত তিন জঙ্গিকেই নিকেষ করতে সক্ষম হয় তাঁরা। অন্যদিকে, শুক্রবার দক্ষিণ কাশ্মীরের কুলগাও জেলার মুতালহামা এলাকায় নিজের বাড়ি থেকে কনস্টেবল সালেম শাহকে অপহরণ করে জঙ্গিরা। শনিবার তার মৃতদেহ উদ্ধার হয়।