সরকারি পয়সায় টিফিন করে তদন্তের মুখে প্রধানমন্ত্রী !
কলকাতা টাইমসঃ
অভিযোগ, সরকারি পয়সায় দিনের পর দিন টিফিন করেছেন প্রধাবনমন্ত্রী। এই অভিযোগে অভিযুক্ত রাষ্ট্রনায়কের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ফিনল্যান্ডের পুলিশ প্রশাসন। বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে দেশে এবং দেশের বাইরে অত্যন্ত জনপ্রিয় ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মেরিন। স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসেবেও নিজের দেশে যথেষ্ট প্রশংসিত সানা।
এহেন মানুষটির বিরুদ্ধে অভিযোগ সরকারি পয়সায় সপরিবারে সকালের টিফিন করেছেন তিনি। জানা গেছে, এ বাবদ প্রতিমাসে প্রায় ৩০০ ইউরো খরচ করা হয়েছে। খবর প্রকাশ হওয়ার পরেই শুরু হয়েছে তদন্ত। ফিনল্যান্ডের বিরোধী রাজনৈতিক দলগুলোও প্রতিবাদে সামিল হয়েছে। যদিও প্রধানমন্ত্রী সানা মেরিনের বক্তব্য, আগে যারা প্রধানমন্ত্রী ছিলেন তারাও এই সুবিধা ভোগ করেছেন।