ইমরানের মাথা নোয়াতেই মুক্ত ১১ পুলিশ
[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস :
১১ পুলিশকে মুক্তি দিয়েছে পাকিস্তানের নিষিদ্ধ দল তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান বা টিএলপি। প্রথম দফার আলোচনার পর বিক্ষোভকারীদের হাতে বন্দি ১১ পুলিশ সদস্য মুক্তি পেয়েছেন বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশীদ আহমেদ।
তিনি টুইটারে জানিয়েছেন, ‘প্রথম দফা আলোচনা সফলভাবে শেষ হয়েছে। তারা ১১ পুলিশ সদস্যকে ছেড়ে দিয়েছে।’
রোববার বিকেলে লাহোরে বিক্ষোভ সংঘর্ষ চলাকালে টিএলপি’র সদস্যরা ওই ১১ পুলিশকে বন্দি করেছিল। সংঘর্ষে তিন টিএলপি সদস্য নিহত হয়েছে। স্যোশাল মিডিয়া ফুটেজে এর আগে বন্দি পুলিশ সদস্যদের রক্তাক্ত এবং মাথায় ব্যান্ডেজ বাঁধা অবস্থায় দেখা গেছে।
তেহরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি) কয়েকমাস ধরে ফ্রান্সবিরোধী প্রচার চালিয়ে আসছে। দলটি পাকিস্তান সরকারকে ফরাসি রাষ্ট্রদূতকে দেশ থেকে বহিষ্কারের জন্য আগামী ২০ এপ্রিল পর্যন্ত সময়ও বেঁধে দিয়েছে। ফ্রান্সে গত বছর ইসলামবিরোধী ব্যাঙ্গাত্মক কার্টুন প্রকাশের পর থেকে মাঝে মধ্যেই বিক্ষোভ করে আসছে টিএলপি।