কলকাতা টাইমস :
২০০১ সাল থেকে তৃণমূল বিধায়কদের বেতন থেকে প্রতি মাসে ১,০০০ টাকা করে দলের তহবিলে দিতে হাত । সেই চান্দাই এবার দ্বিগুন করল তৃণমূল কংগ্রেস। তাদের পরিষদীয় দল সূত্রে এমনটাই খবর। ২০০৬, ২০১১ এবং ২০১৬ সালের ভোটের পরেও সেই পরিমাণে কোনও বদল আসেনি। কিন্তু গত বিধানসভা নির্বাচনে বিপুল জয়ের পর সেই পরিমাণ বদলানো হচ্ছে বলে দলীয় সূত্রের খবর। তৃণমূল পরিষদীয় দল সিদ্ধান্ত নিয়েছে, এবার থেকে দলীয় তহবিলে বিধায়কদের চাঁদা দিতে হবে দ্বিগুণ। অর্থাৎ, মাসে ২,০০০ টাকা।
সিদ্ধান্ত নেওয়ার পর বিষয়টি প্রত্যেক বিধায়ককে পৃথক ভাবে জানিয়ে দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। তবে এখনও বিধায়কদের থেকে দ্বিগুণ চাঁদা কাটার কাজ শুরু করা যায়নি বলেই জানিয়েছেন পরিষদীয় দলের এক সদস্য। গত ২ মে ভোটের ফল ঘোষণার পর পর ৬ এবং ৭ মে বিধায়কদের শপথগ্রহণের কাজ হয়েছে বিধানসভায়। করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ের কারণে বেশিরভাগ বিধায়কই বেতনের জন্য ব্যাংক অ্যাকাউন্টও পর্যন্ত খুলতে পারেননি। দ্রুত তাঁদের ফিরে যেতে হয়েছে নিজ নিজ এলাকায়। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধায়কদের নির্দেশ দিয়েছেন, করোনা সংক্রমণের সময় এলাকার মানুষের পাশে থাকতে। পাশাপাশিই, ঘূর্ণিঝড় ইয়াসের সময়েও সংশ্লিষ্ট এলাকার বিধায়কদের ত্রাণ এবং পুনর্বাসনের কাজে মনোনিবেশ করতে নির্দেশ দিয়েছিলেন তিনি। ফলে অনেকেই এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারেননি। তবে নবগঠিত বিধানসভার প্রথম অধিবেশন বসার আগে তাঁরা অ্যাকাউন্ট খোলার চেষ্টা করবেন।