ফের তৃণমূলের মাথাব্যাথা ঝালদা, তপন কান্দুর ঝালদা চলে যেতে পারে কংগ্রেস হাতে

কলকাতা টাইমস :
একসময় পুরুলিয়ার ঝালদা পুরসভা গলার কাঁটা হয়ে দাঁড়ায় শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য। ম্যাজিক ফিগার না পাওয়ায় ঝালদার বোর্ড গঠন ঝুলে ছিল। তৃণমূল ৫, কংগ্রেস ৫ আর নির্দল ২ নিয়ে আঁটকে ছিল বোর্ড গঠন। সেই ঝালদা ফের মাথা ব্যথা হয়ে দাঁড়িয়েছে তৃণমূলের কাছে।
এই ঝালদাতেই কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু খুন হয়েছিলেন। তপন খুনের ঘটনার তদন্ত করছে সিবিআই। কিন্তু সেসবের মধ্যেও বোর্ড দখল করে নিয়েছিল তৃণমূল। তবে এখন, শীত পড়ার আগেই ঝালদায় তীব্র সংকটের মুখে পড়েছে শাসকদল। পরিস্থিতি এমনই যে ওই পুরসভা দখল করে নিতে পারে কংগ্রেস।
ঝালদার পুরভোটে নির্দল প্রার্থী হিসাবে জিতেছিলেন শীলা চট্টোপাধ্যায়। পরে তিনি তৃণমূলে যোগ দিয়েছিলেন। কিন্তু বৃহস্পতিবার ঘোষণা করে তৃণমূল ছেড়েছেন শীলা। তাঁকে মহিলা তৃণমূলের সাংগঠনিক দায়িত্ব দেওয়া হয়েছিল। তা থেকেও ইস্তফা দিয়েছেন তিনি। আর তাতেই নতুন সমীকরণের সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে।