যে তিনটি প্রশ্নের উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেননি
কলকাতা টাইমস :
এমন কিছু যুক্তি-সমস্যা এই পৃথিবীতেই বিরাজ করছে, যাদের উত্তর পাওয়া এক কথায় অসম্ভব। এগুলিকেই যুক্তিশাস্ত্র ‘প্যারাডক্স’ বা ‘কূটাভাস’ বলে চিহ্নিত করে। এখানে তিনটি প্যারাডক্সের উল্লেখ করা হল যার উত্তর আজ পর্যন্ত কেউ দিতে পারেনি-
১. বলা হয়, এই প্যারাডক্সটির উদ্ভাবক ব্রিটিশ দার্শনিক বার্ট্রান্ড রাসেল। এই প্যারাডক্স অনুযায়ী- একটি গ্রামে একজন নাপিত থাকে। এই নাপিত নিজে নিজের দাড়ি কামায় না। গ্রামের সব পুরুষ তার কাছেই দাড়ি কামায়। তা হলে সেই নাপিতের দাড়ি কামিয়ে দেয় কে?
উত্তরের চেষ্টায় অনেকে বলেন, নাপিত একজন মহিলা, যার দাড়ি কামানোর প্রশ্নই ওঠে না। কিন্তু এই উত্তর বস্তুত বাক্যটির যুক্তি পরম্পরা থেকে বেরিয় যাওয়া। এমন উত্তর কিন্তু চলবে না।
২. দ্বিতীয় প্যারাডক্সটি এই হচ্ছে- একজন জানাচ্ছেন, সে মিথ্যা কথা বলছে। এই বাক্যটি সত্য, না মিথ্যা?
যে কোনো দিক থেকেই দেখা যাক না কেন, এর উত্তর পাওয়া অসম্ভব।
৩. তৃতীয়টি আরও জমকালো। এটি এ ধরনের- ঈশ্বর সর্বশক্তিমান। কিন্তু তিনি কি এমন একটি পাথর বানাতে পারবেন, যা তিনি নিজেই তুলতে পারবেন না?
আপাতদৃষ্টিতে মনে হতেই পারে এর উত্তর সহজ। কিন্তু তলিয়ে ভাবলে দেখা যায়, যিনি সর্বশক্তিমান তিনি কী করে নিজের শক্তির অতীত একটি পাথর বানাতে পারেন। পারেন কি? কী মনে হয় আপনার?