রোগ জানতে নিজের পুরুষাঙ্গে চপস্টিক, তারপর যা হল …
চেন নামের এক লোক তার প্রস্রাবের সঙ্গে কেন রক্ত বের হয় তার কারণ নির্ণয়ের জন্য ডাক্তারের কাছে যেতে লজ্জা পাচ্ছিলেন। ফলে নিজেই নিজের পুরুষাঙ্গে স্টিলের চপস্টিক ঢুকিয়ে তার কারণ চিহ্নিত করার চেষ্টা করে বিপাকে পড়ে যান।
৭ ইঞ্চি লম্বা চপস্টিকটি তার পুরুষাঙ্গে আটকে যায়। চপস্টিকটিকে তিনি এতটাই ভেতরে ঢুকিয়ে দেন যে, সেটি সেখানে আটকে যায়।
চেন ডাক্তারদের বলেন, তিনি ভেবেছিলেন তার মূত্রাশয় ভেঙে গেছে। আর এ কারণেই তিনি চপস্টিকটি পুরুষাঙ্গের ভেতর ঢুকিয়ে বিষয়টি বুঝার চেষ্টা করেন।
হাসপাতালে তার পুরুষাঙ্গের স্ক্যান করানোর পর দেখা গেছে, চপস্টিকটি তার মলদ্বারের দেয়াল পর্যন্ত পৌঁছে গেছে। ডাক্তাররা বলেছেন, যদি চপস্টিকটি আরো ওপরের দিকে প্রবেশ করত তাহলে তা ভয়াবহ জখম সৃষ্টি করত।
ডাক্তাররা অস্ত্রপচার করে তার পুরুষাঙ্গ থেকে চপস্টিকটি অপসারণ করেন। পূর্ব চীনের ঝেজিয়াং প্রদেশের রাজধানী হাংঝু শহরের উহাং জেলায় বাস করেন চেন। এখন সেখানেই এক হাসপাতালে চিকিৎসারত আছেন তিনি।
ডাক্তারদের প্রতিবেদনে এটা বলা হয়নি যে তিনি দীর্ঘমেয়াদি কোনো ক্ষতির শিকার হবেন কিনা।