নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে নেপালে
নিউজ ডেস্কঃ
ভয়াবহ বিমান দুর্ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানাতে আজ বৃহস্পতিবার নেপালে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে। নেপালে আজ সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। অফিস আদালত এর পাশাপাশি দোকান পাটও বন্ধ রেখেছেন সেখানকার ব্যবসায়ীরা।
গত সোমবার কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস-বাংলার বিমান ধ্বংসের ঘটনায় নিহত হন ৫১ জন। নিহতদের মরদেহ রাখা রয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি টিচিং হাসপাতালে। সেখানে মৃতদেহ পোস্টমর্টেমের পর তা তুলে দেওয়া হবে মৃতদের আত্মীয় পরিজনদের হাতে। এদিকে আহতদের চিকিৎসায় সাহায্যের জন্যে বাংলাদেশ থেকে এক চিকিৎসক দোল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন নেপালে। সেদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই সমস্ত আয়োজনের দেখভাল করছেন।