November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular শারীরিক

জীবাণুমুক্ত থাকতে পা মুড়ুন এই প্যাডে

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

সারাদিন শরীরের ভার বহন করার পাশাপাশি অনেক দূষিত পদার্থের সংস্পর্শে আসে আমাদের পা। তাই সংক্রমণ ঠেকাতে হাত ধোয়া পাশাপাশি যত্ন নিতে হবে পায়েরও। সারাবছরের অযত্ন দূর হোক ডিটক্স ফুড প্যাডের সাহায্যে। সংক্রমণ ঠেকানোর পাশাপাশি একঘেয়ে দিনযাপনের ক্লান্তিও নিমেষে হবে দূর এই প্রক্রিয়ায়।

ডিটক্সের ফুট প্যাড যেভাবে ব্যবহার করবেন:

সাদা রঙের ডিটক্স প্যাডগুলো পায়ের নিচে আটকে দিন। পাতলা কাগজ খুললেই দেখবেন আঠা লাগানো রয়েছে। পায়ের পাতা থেকে তলা পর্যন্ত ঢেকে দিন এতে। প্যাডের গায়ে উঠে আসবে জীবাণু, ময়লা।

কীভাবে জীবাণুমুক্ত করে?

প্যাডগুলো সারারাত পা থেকে বিষাক্ত পদার্থ টেনে বের করে। পায়ের তলা দেখলে আপনিও বুঝতে পারবেন।

উপকারিতা কী?

* প্যাডগুলো স্ট্রেস রিলিফ করে। পায়ের তলা পরিষ্কারের মাধ্যমে শরীরে জমে থাকা স্ট্রেস এবং ক্লান্তি কমায়।

* সারারাত পায়ের নিচে লেগে থাকা প্যাড আরামদায়ক হওয়ায় ঘুম আনে সহজেই। ভালো ঘুম ক্লান্তি আর অবসাদ, দুশ্চিন্তা কমাতে অদ্বিতীয়।

* রাতে ঘুমের ব্যাঘাত ঘটলে সেই সমস্যাও কমাবে এই প্যাড। ভালো ঘুম মানেই মন ভালো, সতেজ শরীর।

* শরীরের রক্ত সঞ্চালন উন্নত করতে এই প্যাডের সাহায্য নিতে পারেন।

* এই ধরনের প্যাড পায়ের ব্যথা কমাতেও কার্যকরী। তাই বাতের ব্যথায় যারা ঘুমোতে পারেন না তারা রাতে এই প্যাড ব্যবহার করতে পারেন।

Related Posts

Leave a Reply