ইরানের তেল বাণিজ্য আটকাতে গিয়ে উল্টো প্যাচে ট্রাম্প !
কলকাতা টাইমসঃ
বিশ্বজুড়ে তেল বাণিজ্যের বিষয়টিতে ইরানকে বিরাট স্বস্তি দিল ইউরোপীয় ইনভেস্টমেন্ট ব্যাংক বা ইআইবি। একই সঙ্গে চিন্তা বাড়ালো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের।
ইরানের সঙ্গে পরমাণু সমঝোতা থেকে ইতিমধ্যেই বেরিয়ে এসেছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ এরপর থেকেই ওয়াশিংটন হুমকি দিতে থাকে ইরানের কাছ থেকে কোনওরকম তেল কেনা যাবে না৷ এর ফলে চিন্তায় পড়েছে বিশ্বের বেশ কিছু দেশ৷ কারণ ইরান আন্তর্জাতিক তেল বাণিজ্যের প্রায় ১৩ শতাংশ দখল করে রেখেছে৷ বিষয়টি নিয়ে আমেরিকার সঙ্গে দূরত্ব বাড়ছে বাকি ইউরোপের৷ এই অবস্থায় ইআইবি সরাসরি ইরানের সঙ্গে কাজ করার কথা জানিয়েদিয়ে বিতর্ক আরও উস্কে দিল৷
এই বিষয়ে ইউরোপীয় পার্লামেন্ট সংশ্লিষ্ট ব্যাংকটিকে প্রয়োজনীয় অনুমতি দিয়েছে। জানা গেছে, ইউরোপীয় পার্লামেন্টের ভোটাভুটিতে ইআইবি’কে ইরানের সঙ্গে কাজ করার অনুমতি দিয়েছেন ৫৭৩ জন সদস্য, বিপক্ষে ভোট দেন ৯৩ জন আর ভোট দেওয়া থেকে বিরত ছিলেন ১১ জন।