November 22, 2024     Select Language
Editor Choice Bengali KT Popular ব্যবসা ও প্রযুক্তি রোজনামচা

আজ থেকেই ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে করতে চলেছে আমেরিকা  

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

জ সোমবার থেকে ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করতে করতে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

ইরানের সঙ্গে পারমাণবিক চুক্তির আওতায় ২০১৫ সালে যেসমস্ত মার্কিন নিষেধাজ্ঞা বাতিল করা হয়েছিল, সেগুলোও পুনর্বহাল করছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। এর মধ্যে ইরানের অর্থনীতির চালিকাশক্তি জ্বালানি, জাহাজ ও ব্যাঙ্কিং সেক্টর ভয়ানক ক্ষতির মুখে পড়বে। এদিকে ইরান জানিয়েছে, সোম ও মঙ্গলবার সামরিক সক্ষমতা জানান দিতে আকাশে সামরিক মহড়ার আয়োজন করছে তারা।

সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ইঙ্গিত দেওয়ার পর থেকেই সেদেশে মার্কিন বিরোধী ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। তেহরানে মার্কিন দূতাবাস ঘেরাও করে বিক্ষোভ দেখাচ্ছে ইরানের জনগণ। গত মে মাসে ছয় দেশের মধ্যে হওয়া পারমাণবিক চুক্তিকে ‘ত্রুটিপূর্ণ’ আখ্যা দিয়ে তা থেকে একতরফাভাবে আমেরিকাকে প্রত্যাহার করে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরপর থেকেই ইরানের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করে চলেছে মার্কিন যুক্তরাষ্ট্র।

 

Related Posts

Leave a Reply