মার্কিন ইতিহাসে আজ অনন্য নজির সৃষ্টি করলেন ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি
কলকাতা টাইমসঃ
বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে আষ্টেপৃষ্টে জড়িয়ে থাকছে ভারতীয় মেধা। নির্বাচিত হওয়ার পর থেকেই একের পর ভারতীয় বংশোদ্ভূত স্থান পেয়েছেন বাইডেন প্রশাসনে। কেউ তার মন্ত্রিসভায়, কেউবা তার উপদেষ্টামণ্ডলীতে। সেই তালিকায় এবার যক্ত হলো আরও এক ভারতীয় বংশোদ্ভূতের নাম। তিনি বিনয় রেড্ডি। মার্কিন ইতিহাসে আজ এক অনন্য নজির সৃষ্টি করলেন বিনয়।
প্রেসিডেন্ট হিসাবে বাইডেনের শপথ গ্রহণের পর আমেরিকার জনগণের প্রতি তার প্রথম সরকারি ভাষণের প্রত্যেক লাইনে জড়িয়ে থাকবেন এক ভারতীয় বংশোদ্ভূত। তার লেখনীই স্থান পাবে সদ্য অধিষ্ঠিত মার্কিন প্রেসিডেন্টের মুখে।জানা যাচ্ছে, প্রেসিডেন্ট বাইডেনের প্রায় আধ ঘন্টার সেই ভাষণের লেখক ভারতীয় বংশোদ্ভূত বিনয় রেড্ডি। বিনয়ের জন্ম ও বেড়ে ওঠা ওহায়োর ডেইটনে।