বাংলাদেশে আজ শিশুদিবস, সেখানে শিশুদের দিয়েই চলছে স্কুলের গার্ডওয়াল নির্মাণের কাজ

নিউজ ডেস্কঃ
চট্টগ্রামের বোয়ালখালীর একটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিশু দিবস উদযাপন না করে স্কুলের গার্ডওয়াল নির্মাণ কাজেই ব্যস্ত রাখা হয়েছে শিশুদের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের এই দিনে এমন ঘটনায় ওই এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে। এতে এলাকার শত শত মানুষ প্রতিবাদ করায় তোপের মুখে পড়ে ছাত্রদের সরিয়ে নেন স্কুল কমিটি।
ম্যানেজিং কমিটি ও স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকসহ অন্যদের সহযোগিতায় স্কুল বাউন্ডারি ও গার্ডওয়াল নির্মাণের ইট, বালি, কংক্রিট সাপ্লাইয়ের কাজ করার অভিযোগ উঠেছে। এমন ঘটনায় স্কুল কর্তৃপক্ষের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেছে এলাকার সাধারণ মানুষ।শনিবার সকালেই এমন ঘটনা ঘটে বোয়ালখালীর চরণদ্বীপ ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের পূর্ব চরণদ্বীপ বাদাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। তবে শিশুদের দিয়ে স্কুল কমিটি ও প্রধান শিক্ষকসহ অন্য শিক্ষকদের সহযোগিতায় এসব কাজ করিয়েছেন বলে স্বীকার করেছেন ম্যানেজিং কমিটির সভাপতি আবুল মনছুর।