January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

আশার আলো দেখবেন, যদি…. 

[kodex_post_like_buttons]
কলকাতা টাইমস : 
ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা। দুই-ই সত্যি, যদি আপনি মানেন, জানেন।
মেষ

পরিবেশ অনুকূলে থাকবে। আশার আলো দেখতে পাবেন। কোনো বন্ধুর সহযোগিতায় আটকে যাওয়া কাজ গতি লাভ করবে। আয় কমবেশি হবে।

ভালো সময়কে কাজে লাগিয়ে লাভবান হতে পারবেন। চোখ-কান খোলা রাখুন।

বৃষ
কর্মস্থলে অন্যের সহযোগিতা পাবেন। আপনার সিদ্ধান্ত অন্যের কাছে গ্রহণযোগ্য হবে।

কাজে দক্ষতার পরিচয় দিতে পারবেন। নতুন পরিকল্পনা মাথায় আসবে। ব্যবসায় লাভজনক কোনো আলোচনা হতে পারে। মনের স্থিরতা বজায় রাখুন।

মিথুন
মানসিক চাপ থাকলেও দিনটি আনন্দের মধ্যে কাটবে।

বিদেশ থেকে শুভ সংবাদ পেতে পারেন। গুরুত্বপূর্ণ বিষয়ে প্রতিশ্রুতি দেওয়া ঠিক হবে না। নির্ধারিত সময়ে কাজ শেষ করুন। পরিবেশ নিয়ন্ত্রণে রাখুন।

কর্কট
শুভ কোনো পরিবর্তন হতে পারে। কঠিন কোনো কাজ অনেক সহজ মনে হবে। প্রিয়জনের সমস্যায় কাছে থাকতে হবে। সময়োপযোগী সিদ্ধান্ত আপনাকে সাফল্যের পথে নিয়ে যাবে। উপযুক্ত কাজ করার জন্য শক্তি সঞ্চয় করুন।

সিংহ
ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। সম্মিলিতভাবে কাজ করে ভালো ফল পেতে পারেন। অসতর্কতায় যেন সুযোগ নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। গুরুত্বপূর্ণ কাজে তাড়াহুড়া করবেন না।

কন্যা
সম্ভাবনাময় কিছু কাজ নিয়ে ভাবতে পারেন। বেকারদের চাকরিসংক্রান্ত কাজে অগ্রগতি হবে। অপ্রত্যাশিত কাজে বাধা এলেও বুদ্ধিবলে তা অতিক্রম করতে হবে। যেসব কাজ ধীরগতিতে চলছে সেসব কাজে গতি বাড়ানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিন।

তুলা
কর্মক্ষেত্রে উন্নতির যোগ। কাজের স্বীকৃতি পাবেন। প্রয়োজনীয় অর্থ হাতে আসবে। পরিবেশ বাধামুক্ত। ভালো ব্যবহার দিয়ে কাজ আদায় করা সহজ হবে। পূর্বপরিকল্পনাগুলোকে নতুন করে দেখুন। সাহসী সিদ্ধান্ত নিন।

বৃশ্চিক
ভালো কোনো কাজের আশ্বাস পেতে পারেন। কোনো অভিযোগে মানসিক শান্তি নষ্ট করতে পারে। পরনির্ভরশীল হয়ে কাজ করার মাঝে আনন্দ নেই। সুনির্দিষ্ট বিষয় নিয়ে গভীরভাবে কাজ করুন। আপনি সফলকাম হবেন।

ধনু
কোনো যোগাযোগে লাভবান হতে পারেন। কোনো আত্মীয় বা বন্ধুর সান্নিধ্যে প্রফুল্ল থাকতে পারেন। আটকে যাওয়া কোনো কাজের অগ্রগতি হবে। ভুল সিদ্ধান্ত আপনার সময় নষ্ট করতে পারে। সতর্ক থাকবেন।

মকর
কোনো কাজে আর্থিকভাবে লাভবান হওয়ার সুযোগ আসতে পারে। নতুন পরিকল্পনা মাথায় আসবে। অন্যের উপকার করে আনন্দ পাবেন। নতুন পরিকল্পনা সহজেই সাফল্য লাভ করবে। সিদ্ধান্তে অটল থাকুন।

কুম্ভ
আপনার সিদ্ধান্ত অন্যদের কাছে গ্রহণযোগ্য হবে। পূর্বের কোনো ভুল সংশোধন করতে পারবেন। বন্ধু ও প্রিয়জনের অনুপ্রেরণায় কাজে অগ্রগতি হওয়ার সম্ভাবনা। যেকোনো পরিবর্তনে সতর্ক থাকতে হবে।

মীন
প্রতিকূল অবস্থার মধ্যেও ভালো কিছু হতে পারে। ব্যবসায়ীরা নতুন উদ্যোগ গ্রহণ করতে পারেন। অপ্রয়োজনীয় ব্যয় বাড়বে। ইচ্ছার বিরুদ্ধে কোনো দায়িত্ব নিতে হতে পারে। যেকোনো পরিবর্তনে সতর্ক থাকুন।

Related Posts

Leave a Reply