February 23, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ ইশান্ত শর্মার প্রতিপক্ষ ছিলেন উইলিয়ামসন এবং আবহাওয়া 

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমসঃ

য়েলিংটন টেস্টে উইলিয়ামসনের দুরন্ত ৮৯ রানে ভর করে নিউজিল্যান্ডের স্কোর ৫ উইকেটে ২১৬ রান । ভারতের থেকে ৫১ রানে এগিয়ে রয়েছে তারা। দিনের শেষে যথেষ্ট সুবিধেজনক জায়গাতেই রয়েছে কিউইরা। শততম টেস্টে টেলর করলেন ৪৪ রান। দ্বিতীয় দিনের শেষে নিউজিল্যান্ডের স্কোর  ৫ উইকেটে ২১৬ রান। গতকাল শুক্রবার ভারতীয় ব্যাটিংয়ের মেরুদন্ড ভেঙেছিলেন কাইল জেমিসন। আর শনিবার সকালে তার লেজ ছাটলেন টিম সাউদি।

৫ উইকেটে ১২২ রান নিয়ে খেলতে নেমে মাত্র ৪৩ রান যোগ করে ১৬৫ রানেই গুটিয়ে যায় ভারতের প্রথম ইনিংস। সহ অধিনায়ক রাহানে তেমন কোনো সঙ্গ ছাড়াই করলেন ৪৬ রান। সাউদি এবং জেমিসন চারটি করে উইকেট নেন। দুরন্ত বল করে ইশান্ত শর্মা তুলে নেন ৩ উইকেট। যদিও তাতে বাঁধ সাধে খারাপ আবহাওয়া। নির্ধারিত সময়ের অনেক আগেই শেষ করে দিতে হয় দ্বিতীয় দিনের খেলা।

Related Posts

Leave a Reply