আজ চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে ইংল্যান্ড
কলকাতা টাইমসঃ
আজ ৩ উইকেটের বিনিময়ে ২৬৩ রান নিয়ে চেন্নাইয়ের ক্রিজে পা রাখে ইংল্যান্ড। গতকাল অনবদ্য ফর্মে থাকা জো রুট ১২৮ রানে অপরাজিত থাকা রুট তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম ডাবল সেঞ্চুরি। তিনি চতুর্থ উইকেটে বেন স্টোকসের সঙ্গে ১২৪ রান এবং পঞ্চম উইকেটে অলি পোপের সঙ্গে ৮৬ রানের পার্টনারশিপ গড়ে নিজের ইনিংস গড়ে তোলেন।
শাহবাজ নাদিমের বলে আউট হওয়ার আগে অধিনায়ক রুট ৩৭৭ বলে ১৯টি চার ও ২টি ছক্কায় ২১৮ রানের অন্যবদ্য ইনিংস খেলেন রুট। এই ইনিংসের সংগেই নিজের শততম টেস্টে ডাবল সেঞ্চুরি করে ইতিহাস গড়লেন ইংল্যান্ড অধিনায়ক। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজের শততম টেস্টে এই অনন্য ইনিংসের নজির আজ থেকে তার করায়ত্ব।
আজ রবীন্দ্র চন্দ্র অশ্বিনের বলে ছক্কা মেরে নিজের ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন রুট। এছাড়াও ইংল্যান্ডের তরফে ৮২ রান করেছেন স্টোকস। দিনর শেষে ডম বেস ২৮ ও জ্যাক লিচ ৬ রানে অপরাজিত থেকে আজ দিনের শেষে মাঠ ছেড়েছেন।ভারতীয় বোলারদের মধ্যে ইশান্ত শর্মা, জসপ্রিত বুমরাহ, রবীচন্দ্রন অশ্বিন ও নাদিম ২টি করে উইকেট পান।