আজকের ‘চাঁদ’কে সত্যিই সামলে রাখা দায় !
কলকাতা টাইমসঃ
আজ পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থান করবে চাঁদ। আকাশে আজই উঠবে দোল পূর্ণিমার চাঁদ। যা স্বাভাবিকের থেকে ১৪ শতাংশ বড় দেখা যাবে। কেননা, এদিন চন্দ্র পৃথিবীর আরও ২৫ হাজার কিলোমিটার কাছে চলে আসবে। আর আগামীকাল অর্থাৎ ২১ মার্চ দিন এবং রাত সমান সমান থাকবে ।
এই বছরে এটাই শেষ সুপারমুন। চাঁদের এই অপরূপ রূপ ভারতবর্ষে দেখা যাবে আজ বুধবার রাত ৩টা ১৮ মিনিটে। সুতরাং বাঁধ ভাঙ্গা চাঁদের হাসি দেখার এমন সুবর্ন সুযোগ হাতছাড়া করার আগে সত্যিই ভেবে দেখুন।