বছরের প্রথম দিন বিশ্বজুড়ে আজ জন্ম নিলো প্রায় ৪ লক্ষ শিশু
কলকাতা টাইমসঃ
নতুন বছরের প্রথম দিনে বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ জন্ম নিয়েছে ৩ লাখ ৯২ হাজার শিশু। তেমনটাই হিসেব দিয়েছে ইউনিসেফ। তারা জানিয়েছে, বিশ্বের মোট ১৯০টি দেশে এই শিশুদের জন্ম হয়েছে। ইউনিসেফের পরিসংখ্যান বলছে, আজ ইংরেজি নববর্ষের প্রথম দিনে বিশ্বে ভূমিষ্ঠ হয়েছে প্রায় ৩ লাখ ৯২ হাজার ৭৮জন শিশু। এর ১৭ শতাংশই ভারতে।
২০২০ সালের প্রথম শিশুটির জন্ম হয় এশিয়ার প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশ ফিজিতে। সর্বশেষ শিশুটির জন্ম হয় মার্কিন যুক্তরাষ্ট্রে। তবে নতুন বছরের প্রথম দিনে বিশ্বে যত শিশুর জন্ম হবে, তার অর্ধেকই ভূমিষ্ঠ হয়েছে বিশ্বের ৮টি দেশে।