January 20, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

আজ এনার মিথ্যা অপবাদ ঘুচবে।

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

ধনু : প্রিয় ধনু, রাজনৈতিক কর্মকাণ্ডে ব্যক্তিগত অবদানের জন্য দলীয় নেতা ও সাধারণ কর্মীদের কাছে আপনার ভাবমূর্তি উজ্জ্বল হতে পারে। সৃজনশীল পেশার সঙ্গে যারা জড়িত তাদের জন্য সময় এখন শুভ।

মকর  : আপনার পাওনা টাকা আদায় হতে পারে। সহকর্মীদের সঙ্গে মনোমালিন্য পরিহার করে চলুন। স্বাস্থ্য ভালো থাকবে। তবে যে কজন বন্ধু থাকে তারা আপনাকে যথেষ্ট সহযোগিতা করবেন। নতুন কোনো প্রেমের অফার আসতে পারে।

কুম্ভ : ব্যবসায়ীদের ক্ষেত্রে কিছু ভালো পরিবর্তন আশা করা যায়। আগের কোনো সমস্যার সমাধান হতে পারে। কিছু শুভ ঘটনার মধ্য দিয়ে শুরু হবে দিনটি। প্রিয়জনের ভালোবাসা পাবেন।

মীন : আজ আপনার ভাগ্য আপনার অনুকূলে থাকবে। এ সময় প্রতিপক্ষ সক্রিয় থাকলেও যে কাজে হাত দেবেন তাতেই নিশ্চিত সাফল্যের মুখ দেখবেন। এ সময় সার্বিক কর্মকাণ্ডে বিপরীত লিঙ্গের কারও কাছ থেকে আর্থিক সাহায্য পাবেন।

মেষ : প্রিয় মেষ, আমি ভালো আছি। আপনিও ভালো থাকেন। আজ চঞ্চল হবেন না। সুসংবাদ পাবেন। দিনটি ফুরফুরা চলবে। ব্যবসায়ে ভালো কোনো কাজের সন্ধান পাবেন। বাসায় অতিথি আসবে সুসংবাদ নিয়ে।

বৃষ : খুব মসৃণভাবে যখন একটা সাফল্য এসে যায়, তখন তার মধ্যে তেমন একটা আনন্দ থাকে না। আজকের দিনে সাফল্য আসবে কঠিন পথে এবং এখানেই প্রাপ্য হবে তার সাফল্য। মাথা ঠাণ্ডা রাখুন পেয়ে যাবেন।

মিথুন : মিথুন, আজ আপনার মন যেন বিশৃঙ্খল না হয়। কোথা থেকে যেন বসন্তের বাতাস ছুটে আসবে আপনার দিকে। মন আনন্দে ভরে যাবে। এই সুখবরের জন্য আমাকে অগ্রিম ধন্যবাদ জানাবেন। শুভ কামনা করি।

কর্কট : এমন কারো সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে উঠতে পারে যার সামাজিক অবস্থান আপনার ঊর্ধ্বে। আজকে মিথ্যা অপবাদ ঘুচবে। সম্ভাব্য ক্ষেত্রে বিয়ের কথাবার্তা চলতে পারে।

সিংহ : আজ পূর্বের পরিকল্পনা অনুযায়ী আপনার সার্বিক কর্মকাণ্ড চলবে। অন্যের ওপর ভরসা করলে আপনার ক্ষতি হবে। চোখ-কান খোলা রাখবেন তাহলে সাফল্য হাতের মুঠায়।

কন্যা : দিনের শুরুতে কর্মক্ষেত্রে সুবাতাস বইবে। অপ্রত্যাশিত কোনো শুভ সংবাদ পেতে পারেন। হঠাৎ করে ধর্মের প্রতি আগ্রহ বাড়বে। তবে কর্মস্থলে কাজের মাত্রা বেড়ে যাবে। গুরুত্বপূর্ণ কাজগুলো মাথা ঠাণ্ডা রেখে করবেন।

তুলা : প্রিয় তুলা, কর্মক্ষেত্রে নিরলস পরিশ্রম করে যান তাহলে সফলতা পাবেন। শত্রুপক্ষ বিরুদ্ধাচরণ করেও তেমন কোনো সুবিধা করতে পারবে না। অভিনেতা, ডাক্তার, আইনজীবী, লেখক শ্রেণির লোকদের হঠাৎ ভালো অর্থযোগ হবে।

বৃশ্চিক : সরকারি চাকরিজীবীদের জন্য দিনটি শুভ। লক্ষ করলে দেখতে পারেন কর্মস্থলে নতুন উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হচ্ছে। আগের যেসব কাজে বাধা ছিল, সময় ভালো বিনা বাধায় সে সবের সুষ্ঠু নিষ্পত্তি ঘটবে।

Related Posts

Leave a Reply