আজ বিশ্বজুড়ে জরুরি অবস্থা জারি করতে পারে ‘হু’ !
কলকাতা টাইমসঃ
চীন ছাড়িয়ে এখন বিশ্বের প্রায় ৩০ টি দেশে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী করোনা ভাইরাস। চীনের স্বাস্থ্য দফতরের পরিসংখ্যান বলছে, গতকাল অর্থাৎ ২৯ জানুয়ারি পর্যন্ত মোট ৭৭১১ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন সেদেশে। মৃত্যু হয়েছে ১৭০ জনের। পরিস্থিতি এতটাই উদ্বেগজনক যে, আজ বৃহস্পতিবার করোনা ভাইরাস নিয়ে জরুরি বৈঠকে বসতে চলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু।
যদিও চীনের বাইরে আক্রান্ত মানুষের সংখ্যা এখনো খুবই কম, কিন্তু তা সত্ত্বেও এটি যে কোনো সময় মহামারির আকার নিতে পারে বলে আশংকা প্রকাশ করছেন বিজ্ঞানীরা। করোনা ভাইরাসে আক্রান্ত হলে কোন নির্দিষ্ট চিকিৎসা বা কোন প্রতিষেধক নেই। অনেকের মধ্যে এই ভাইরাস আক্রান্ত হওয়ার লক্ষণ সামান্য দেখা দেওয়ায়, রোগীর প্রতিরোধ ক্ষমতার জেরে সে ভালো হয়ে যাচ্ছে।