January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular খেলা

আজ ৬৪০ তম ম্যাচটিই বুফনের কেরিয়ারের শেষ ম্যাচ, অবসরে বুফন !

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ

ইতালির অভিজ্ঞ গোলরক্ষক গিয়ানলুইজি বুফন অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন বলে ইঙ্গিত পাওয়া গেছে। আজ বৃহস্পতিবার তুরিনের আলিয়াঁজ স্টেডিয়ামে এক সাংবাদিক সম্মেলনে তার এই অবসরের কথা ঘোষণা করার কথা রয়েছে।

৪০ বছর বয়সী বুফন জুভেন্টাসের হয়ে সাতটি টানা সিরি-আ শিরোপা ছাড়াও চারটি টানা কোপা ইতালিয়া জিতেছেন। রবিবার হেলাস ভেরোনার বিপক্ষে সিরি-আ লীগে সম্ভবত ক্যারিয়ারের শেষ ও ৬৪০তম ম্যাচ খেলতে মাঠে নামছেন বুফন।

বুফনের এজেন্ট সিলভানো মার্টিনা ইতালিয়ান সংবাদমাধ্যমকে বলেছেন, ‘কখনই আরেকজন গিগি আসবে না। আমি আর কিছু বলতে চাচ্ছি না। কারণ এই সম্পর্কে সেই বলবে।’ ইতালিন জার্সি গায়ে সর্বোচ্চ ১৭৬ ম্যাচ খেলা বুফন আগামী ৪ জুন নেদারল্যান্ডের বিরুদ্ধে প্রীতি ম্যাচের মাধ্যমে তার আন্তর্জাতিক ক্যারিয়ারও শেষ করতে চলেছেন।

 

Related Posts

Leave a Reply