January 18, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular ধর্ম

আপনার ভাগ্যে আজ কাজের সুযোগ, এনার কর্মস্থলে সমস্যা

[kodex_post_like_buttons]

কলকাতা টাইমস :

মেষ রাশি: (২১ মার্চ – ২০ এপ্রিল) বিরোধী মনোভাবাপন্ন মানুষদের সঙ্গ এড়িয়ে চলাই ভালো। কোনও কারণে খরচ বাড়ার সম্ভাবনা। সন্তানের জন্য চিন্তা থাকতে পারে। ব্যবসায় ভালো খবর আসার সম্ভাবনা। জলপথে ভ্রমণ ত্যাগ করাই ভালো।

বৃষ রাশি: (২১ এপ্রিল – ২০ মে) কারও উপকার করতে গিয়ে বাড়তে পারে সমস্যা। নানা দিক থেকে কর্মে ব্যাঘাত আসতে পারে। অলসতার জন্য কর্মস্থলে অশান্তি বাধতে পারে। অন্যের খরচে ভ্রমণের সুযোগ আসতে পারে। শারীরিক সমস্যায় ভোগান্তির আশঙ্কা। ব্যবসায় চাপ বাড়তে পারে।
মিথুন রাশি: (২১ মে – ২০ জুন) ভালো কাজে প্রতিবেশীরা হিংসা করতে পারে। শারীরিক সমস্যা বাড়ার সম্ভাবনা। উচ্চপদস্থ ব্যক্তির জন্য সমস্যার সমাধান হতে পারে। বেকারদের কাজের সুযোগ আসতে পারে।  নতুন ব্যবসা নিয়ে বাড়তে পারে দুশ্চিন্তা । পরিবারের কারও  সাথে মতান্তর বাধতে পারে।
কর্কট রাশি: (২১ জুন- ২০ জুলাই) অতিরিক্ত পরিশ্রমের বাড়তে পারে শারীরিক সমস্যা। কর্মস্থলে নিজের ভুলে সমস্যা বাড়ার আশঙ্কা। ব্যবসায় শত্রুর জন্য ক্ষতি হতে পারে। প্রেমের জন্য আনন্দ বাড়বে।  উচ্চপদস্থ ব্যক্তির সাথে কোনও কারণে বিবাদ বাধবে।
সিংহ রাশি: (২১ জুলাই- ২১ আগষ্ট) ব্যবসা সমস্যা বাড়ার সম্ভাবনা। বেকারদের নানা দিক থেকে কাজের সুযোগ আসতে পারে। দরকারি কাজ ফেলে না রাখাই ভালো।  আপনার জীবনে শুভ কোনও পরিবর্তন ঘটতে পারে। শিক্ষার্থীদের মনে কোনও কিছুর জন্য খুব ভয় কাজ করতে পারে।
কন্যা রাশি: (২২ আগষ্ট – ২২ সেপ্টেম্বর) প্রতিবেশীর দ্বারা উপকার পেতে পারেন। ন্যায্য পাওনা আদায় হবার সম্ভাবনা। শত্রুর সাথে আপস করে চললে লাভবান হবার সম্ভাবনা রয়েছে। শিক্ষার্থীদের পড়াশোনার জন্য সময়টা শুভ। ভ্রমণে আসতে পারে বাঁধা।
তুলা রাশি: (২৩ সেপ্টেম্বর – ২১ অক্টোবর) কোনও মহৎ ব্যক্তি যেচে আপনার উপকার করতে পারেন। আজ ব্যবসায় উদ্বেগ দেখা যেতে পারে। খরচ বেশি হওয়ায় পরিবারে অশান্তি বাধতে পারে। আয়ের চেয়ে ব্যয়ের পরিমাণ বেশী হতে পারে। সামাজিক কাজে বাড়তে পারে জনপ্রিয়তা।
বৃশ্চিক রাশি: (২২ অক্টোবর – ২০ নভেম্বর) ব্যবসায় চাপ বৃদ্ধি থাকলেও  লাভ হবার সম্ভাবনা রয়েছে।  সন্তানদের জন্য চিন্তা বৃদ্ধি পেতে পারে।কর্মস্থলে উন্নতির খুব ভালো সুযোগ পেতে পারেন। শারীরিক ক্ষমতা অনুযায়ী কাজ না করলে অসুস্থ হওয়ার আশঙ্কা আছে।
ধনু রাশি: (২১ নভেম্বর – ২০ ডিসেম্বর) চাকরিতে পদোন্নতি ও বিদেশযাত্রার সুযোগ আসতে পারে। ব্যবসায় বাড়তে পারে সমস্যা। শারীরিক সমস্যায় ভোগান্তির আশঙ্কা। প্রিয়জনের সাথে সমস্যা থাকলেও মিটে যেতে পারে। পরিবারে শান্তি বজায় রাখতে পরিবারকে সময় দেবার চেষ্টা করাই ভালো।
মকর রাশি: (২১ ডিসেম্বর – ২০ জানুয়ারি) পরিবারের কোনও ব্যাপারে বেশি গুরুত্ব না দেওয়াই ভালো। পরিশ্রম করেও তার ফল স্বরূপ কিছু নাও পেতে পারেন। ব্যবসায়ীদের ব্যবসায় অগ্রগতির সুযোগ রয়েছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে সময়টা বিশেষ ভালো নাও। পরিবারের কারও শারীরিক অবস্থার অবনতির আশঙ্কা।
কুম্ভ রাশি: (২১ জানুয়ারি -১৮ ফেব্রুয়ারি) হঠাৎ কিছু প্রাপ্তির সুযোগ আছে। বিদেশ ভ্রমণের সুযোগ আসতে পারে। কোনও ভুল সিদ্ধান্ত আপনার ভালো সময়কে নষ্ট করতে পারে। পরিরের কারও জন্য খরচ হতে পারে। অকারণে কারও  সাথে বাড়তে পারে সমস্যা। ব্যবসায় আসতে পারে বাঁধা।
মীন রাশি: (১৯ ফেব্রুয়ারি – ২০ মার্চ) ভালো কাজের পরিবর্তে উপহাস জুট। কর্মস্থলে ঝামেলা কেটে যেতে পারে। আজ বন্ধুর কাছ থেকে সাহায্য পেতে পারেন। বাড়িতে অতিথি আসতে পারে। সম্পত্তি  নিয়ে বাড়তে পারে সমস্যা। অতিরিক্ত কথা বলায় বিপত্তি আসতে পারে। ব্যবসায় উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য পেতে পারেন।

Related Posts

Leave a Reply