January 19, 2025     Select Language
Editor Choice Bengali KT Popular রোজনামচা

আজই ইরানের পরমাণু চুক্তি থেকে বেরিয়ে আসতে চলেছেন ট্রাম্প ! তবে কী যুদ্ধ অবসম্ভাবী?

[kodex_post_like_buttons]

নিউজ ডেস্কঃ ইরানের সঙ্গে পরমাণু চুক্তির বিষয়ে আজ সিদ্ধান্তের কথা জানাবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এক টুইট বার্তায় ট্রাম্প এই কথা জানান। ইরানের পারমাণবিক কর্মসূচির লাগাম টানতে আমেরিকা,ইংল্যান্ড, ফ্রান্স, চীন, জার্মানি ও রাশিয়ার সঙ্গে ২০১৫ সালে একটি পরমাণু চুক্তি করেছিল তেহরান।  তবে ক্ষমতায় আসার পর শুরু থেকেই বারাক ওবামার আমলে স্বাক্ষরিত ওই চুক্তির কঠোর বিরোধিতা করে আসছেন বর্তমান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময় থেকেই ট্রাম্প এই সমঝোতার সমালোচনা করে আসছেন এবং তিনি বারবার বলেছেন, এটা হচ্ছে তার মতে সবচেয়ে খারাপ চুক্তি। তবে ইরান বলছে, ট্রাম্প এটা বানচাল করতে পারেন না। কারণ এটা বহুপক্ষীয় আন্তর্জাতিক সমঝোতা।

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ওই চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে বলে এর আগেও হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। ট্রাম্পের এমন ঘোষণার পর থেকেই বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠে।  এদিকে, চুক্তি থেকে বেরিয়ে গেলে পরিস্থিতি ভয়াবহ হবে বলেও পাল্টা হুমকি দেয় ইরান। এদিকে, জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ইরানের সঙ্গে সই হওয়া পরমাণু সমঝোতা ছেড়ে না যেতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ২০১৫ সালে সই হওয়া এ সমঝোতা যদি রক্ষা করা না হয় তাহলে যুদ্ধের বাস্তব ঝুঁকি রয়েছে।

Related Posts

Leave a Reply