অষ্টমীর আনন্দে জল ঢালছে আকাশই
কলকাতা টাইমস :
ষষ্ঠীর পর এবার অষ্টমী। সবে সেজেগুজে অঞ্জলি দিতে যাওয়ার প্রস্তুতি চলছিল। তার মধ্যেই ‘ভিলেন’ হয়ে নামল বৃষ্টি । আমজনতার মাথায় হাত, তবে কি অষ্টমীর রাতের আনন্দে আক্ষরিক অর্থে জল ঢালতে চলেছে আকাশ?
সোমবার সকাল থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় শুরু হয়ে গেছে ঝিরঝিরে বৃষ্টি। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে আগেই জানানো হয়েছিল, বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে এবারের পুজোয় আসল অসুর হতে চলেছে বৃষ্টি। সে কথা যে অক্ষরে অক্ষরে সত্যি, তা বোঝা গিয়েছিল ষষ্ঠীর সন্ধ্যাতেই। আকাশ কালো করে ঝমঝমিয়ে নেমেছিল বৃষ্টি, কোথাও কোথাও জলও জমে গিয়েছিল। যদিও উৎসাহী জনতার আবেগে কোনও ভাটা পড়েনি।
তবে অষ্টমীর সকাল থেকেই আকাশের অবস্থা দেখে দর্শনার্থীদের মনে আশঙ্কার মেঘ ঘনিয়েছে। সেই আশঙ্কাই সত্যি করে আবহাওয়া দফতর জানিয়েছে, অষ্টমীর রাতেও ষষ্ঠীরই প্রতিফলন দেখা যাবে। এদিন কলকাতায় মেঘলা আকাশ থাকবে। তবে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির জেরে তাপমাত্রা কমবে, আর্দ্রতাজনিত অস্বস্তিও কমবে। দুই মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলায় কয়েক পশলা ভারী বৃষ্টি হতে পারে।