একসঙ্গে ১১ বিমানে বোমাতঙ্ক! জরুরি অবতরণ করানো হলো ৯টি বিমানকে
কলকাতা টাইমসঃ
বোমা হামলার আতঙ্কে বৃহস্পতিবার চিলিতে ৯টি বিমানকে জরুরি অবতরণ করানো হয়েছে। আর্জেন্টিনা ও পেরুগামী বিমানগুলো অবতরণ করতে বাধ্য হয় বলে চিলি কর্তৃপক্ষ জানিয়েছে। এই ব্যাপারে পেরুর যোগাযোগ মন্ত্রণালয় টুইটারে জানিয়েছে, এই ঘটনায় কেউ হতাহত হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
এদিকে চিলির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের ডিরেক্টর ভিক্টর ভিল্লালবস জানিয়েছেন, বৃহস্পতিবার মোট ১১টি বিমানের ওপর এই হুমকি দেওয়া হয়েছে। এগুলোর মধ্যে দু’টি ছিল ভুল ফ্লাইট নিয়ে। বাকী ৯ টি ফ্লাইট চালু ছিল। ফ্লাইটগুলির মধ্যে দুটি বিমান চিলির লাটাম এয়ারলাইন্সের এবং তিনটি স্কাই এয়ারলাইন্সের।
তিনি জানান, অবতরণের পর প্রতিটি বিমানে তল্লাশি চালানো হয়েছে এবং সব কটিকেই বোমামুক্ত ঘোষণা করা হয়েছে। পরে এগুলোর মধ্যে একটিকে পুনরায় ওড়ার অনুমতি দেওয়া হয়েছে।