‘টয়লেট এক প্রেম কথা’ নয় ‘টয়লেট হিরো’ র নাম চীনের ৪৩০০ হলে মুক্তি
দারুণ এক সামাজিক বার্তা নিয়ে এসেছিল অক্ষয় কুমার ও ভূমি পেদনকর এর ২০১৭ সালের ছবি ‘টয়লেট এক প্রেম কথা’। ভারতের জন্য এক জরুরি বার্তা ছিল ছবিটিতে। সেই বার্তায় এবার দেওয়া হবে চিনে। কিন্তু ছবিটির নাম পাল্টে। আগামী ৮ জুন চীনের ৪৩০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে ছবিটি আর এটিই চীনে অক্ষয়ের মুক্তিপ্রত্যাশী প্রথম ছবি। চীনে ছবিটির নতুন নামকরণ করা হয়েছে ‘টয়লেট হিরো’।
একটি ছোট বাজেটের ভারতীয় ছবির জন্য ৪৩০০ হল অনেক বড় স্ক্রিনিং বলে মনে করছেন চলচ্চিত্র বিশেষজ্ঞরা।
বিষয়টি নিয়ে দারুণ এক্সাইটেড অক্ষয় নিজের ট্যুইটার হ্যান্ডেলে লেখেন, আমাদের ছবিটি নতুন ঠিকানা খুঁজে পেল। এটা একটা সুখবর নিশ্চয়ই। টয়লেট হিরো নামে ছবিটি চীনের ৪৩০০ হলে মুক্তি পাবে।