স্মার্ট ফোনের জন্য টয়লেট টিস্যু
জাপানের বৃহৎ টেলিফোন কোম্পানি এনটিটি ডোকোমো এমন অভিনব টিসু পেপারটি আবিস্কার ও সরবরাহ করেছে। টিস্যুটি একেবারে সাদামাটাও নয়। এসব টিস্যুতে যাত্রীদের জন্যে রাখা কোম্পানিটির ওয়াই ফাই সুবিধার বিজ্ঞাপনও দেয়া হয়েছে। আছে ভ্রমণ সংক্রান্ত একটি অ্যাপের তথ্যও।
জাপানের নারিতা বিমানবন্দরে স্থাপনের পর বিশেষ টিস্যুটি কিভাবে ব্যবহার করতে হবে তার দিক নির্দেশনাও ইউটিউবে ছেড়েছে এনটিটি ডোকোমো। আর তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ হাস্যরসেরও সৃষ্টি হয়েছে।
অবশ্য শরীরের বর্জ্য নিষ্কাশনের বিশেষ এই কাজের সুবিধায় নিত্য নতুন আবিস্কারের মাধ্যমে এমনিতেই সুনাম কুড়িয়েছে জাপান। এছাড়াও পরিস্কার পরিচ্ছন্নতা রক্ষায় আধুনিক প্রযুক্তি আবিস্কার ও ব্যবহারের ক্ষেত্রেও এগিয়ে দেশটি। আর এখন এর সঙ্গে যুক্ত হচ্ছে প্রয়োজনীয় চিরসঙ্গী স্মার্টফোন পরিস্কারের ব্যবস্থাও।
কোম্পানিটির দাবি, “টয়লেটের কমোডে যে পরিমাণ জীবাণু থাকে তার থেকেও ৫গুণ বেশি রয়েছে আপনার স্মার্টফোনের স্ক্রিনে।” আর তাই যাত্রীদের জীবাণুমুক্ত ভ্রমণ উপভোগ করাতে প্রতিষ্ঠানটির বিশেষ এই ব্যবস্থা।