দর্শকশূন্যই থাকতে চলেছে টোকিও অলিম্পিক!
কলকাতা টাইমসঃ
দর্শকশূন্যই থাকতে চলেছে টোকিও অলিম্পিক! বিশ্বজুড়ে চলে থাকা করোনা অতিমারীর আবহে এমনই অভূতপূর্ব পদক্ষেপের পথে হাটতে চলেছে বিশ্বের অন্যতম এই প্রাচীন এই প্লাটফর্ম। প্রসঙ্গত, করোনার কারণে এই জনপ্রিয় গেমসের আয়োজন এক বছর পিছিয়ে এবছর অর্থাৎ ২০২১’এ করার সিদ্ধান্ত নেয় জাপান। পরিস্থিতি এখনো স্বাভাবিক না হওয়ায় বিভিন্ন বিকল্প রাস্তা নিয়ে তাদের পরিকল্পনা সাজিয়ে রাখতে চলেছে আয়োজক কমিটি।
টোকিও অলিম্পিক কমিটির প্রেসিডেন্ট ইওশিরো মোরি স্পষ্টতই দর্শকশূন্য গেমসের দিকেই ইঙ্গিত করে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমার এমনটা পছন্দ না হলেও পরিস্থিতি সেদিকেই গড়াচ্ছে বলে মনে হচ্ছে।’ সূত্রের খবর, অলিম্পিক আর কোনভাবেই পিছবে না। আগামী মাসেই বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠক বসতে চলেছে বলে খবর। পাখ, টোকিও গভর্নর ইউরিকো কোইরি, অলিম্পিকমন্ত্রী সেইকো হাসিমোতো ও মোরি বৈঠকে বসবেন। ওই সভাতেই পরিষ্কার হয়ে যাবে সব। মোরির কথায়, ‘পরিস্থিতি এখনও জটিল। তবে তার মধ্যে কীভাবে গেমস আয়োজন করা যায়, তার সমস্ত পথ আমরা খতিয়ে দেখার চেষ্টা করছি।