পাকিস্তানের বাজারে টমেটো =৩০০, আলু-পেঁয়াজ =১০০টাকা প্রতি কেজি !

কলকাতা টাইমসঃ
ভারতের সঙ্গে বাণিজ্য সম্পর্ক ছিন্ন করে ঘোরতর বিপদের মুখে পাকিস্তান। যার প্রভাব সরাসরি গিয়ে পড়েছে সেদেশের সাধারণ জনগণের ওপর। কারণ গত কয়েকদিন ধরে রকেটের গতিতে উর্ধমুখী পাকিস্তানের নিত্যপ্রয়োজনীয় বাজারের মূল্য। বিশেষ করে সবজি এবং ফলের বাজার। সাধারণ মানুষের দিন গুজরান করতেই এখন ত্রাহি ত্রাহি রব। সেদেশে আজকের বাজারে টমেটোর দাম ঘোরাফেরা করছে কেজি প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা। আলু প্রতি কেজি ৭০ থেকে ৯০ টাকা। পেঁয়াজ বিক্রি হচ্ছে ৮০ থেকে ১০০ টাকায়।
রাত ফুরোলেই কাল ঈদ। ঠিক এই সময় অগ্নিমূল্য বাজারের কারণে ইমরানের সরকারের ওপর ফুঁসছেন সেদেশের সাধারণ জনগণ। পাকিস্তানের সবজি আর ফলমূলের যোগান আসে মূলত পাক অধিকৃত পাঞ্জাব প্রদেশ এবং বালুচিস্থান থেকে। কিন্তু তা চাহিদার সামান্যই পূরণ করতে সক্ষম হয়। সেদেশের বাজারের একটা বড় অংশের চাহিদা মেটাত ভারত। কিন্তু বর্তমান পরিস্থিতিতে সেটাও বন্ধ। পাকিস্তান সরকার দেশের মানুষকে বোঝাতে শুরু করেছে ঈদের আগে এক শ্রেণীর ব্যবসায়ী কৃত্তিম ভাবে দাম বাড়াচ্ছে। কিন্তু বাস্তব অন্য কথা বলছে।