২থেকে ৮, শিবপুরে গাড়ির পর এবার বাড়ি থেকেও বাজেয়াপ্ত টাকা ও গয়না
কলকাতা টাইমস :
গতকালই হাওড়া শিবপুরের চার্টার্ড একাউন্টেন্ট শৈলেশ পান্ডের গাড়ি থেকে পাওয়া গিয়েছিল নগদ ২ কোটিরও বেশি টাকা ও হিরের গয়না । এবার তাঁর বাড়ি থেকেও মিলল বিপুল পরিমাণ টাকা ও গয়না। দুদিনে উদ্ধার হওয়া টাকার মোট পরিমাণ ৮ কোটি ১৫ লক্ষ।
প্রাথমিকভাবে শনিবার রাতে শৈলেশ পান্ডের হাওড়ার তিনটি বাড়িতে তল্লাশি চালায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। বাড়িগুলি তালা বন্ধ থাকলেও একটি বাড়ির আবাসনের নীচে দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে উদ্ধার করা হয় ২ কোটি ২১ লক্ষ ৫০ হাজার টাকা। সঙ্গে সোনা, রুপো এবং হিরের বহুমূল্য গয়না পাওয়া যায়। জানা যায়, গাড়িটি শৈলেশের ভাই ব্যবসায়ী অরবিন্দ পান্ডের হলেও সেটি ব্যবহার করতেন শৈলেশই।
শনিবার রাতের এই ঘটনার পর রবিবার সকাল থেকে ফের তল্লাশি শুরু করা হয়েছিল শৈলেশ পান্ডের বাড়িতে। শৈলেশ এবং অরবিন্দর একাধিক আবাসনে তিন দফায় তল্লাশি চালায় পুলিশ। সোমবার সকাল পর্যন্ত চলে সেই তল্লাশি। এখনও পর্যন্ত বাড়ি এবং গাড়ি মিলিয়ে শৈলেশ এবং অরবিন্দের মোট ৮ কোটি ১৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর সঙ্গেই বিপুল পরিমাণ সোনা এবং হিরের গয়না পাওয়া গেছে। তার সঙ্গেই দুটি ল্যাপটপ এবং ব্যাংকের বেশকিছু নথি বাজেয়াপ্ত করেছে পুলিশ।