এতো কম খরচে বেড়ানো, মজাই আলাদা !
১. প্রয়োজনের অতিরিক্ত লাগেজ নিয়ে বেড়াতে বের হবেন না। লাগেজ বেশি থাকলে তার জন্য আপনার পকেটও হালকা হবে।
২. বেড়াতে গিয়ে সঠিক ক্রেডিট কার্ড ব্যবহার করুন। বিদেশে বেড়াতে যাওয়ার আগে নিজের ব্যাংককে একবার তা জানিয়ে রাখুন, যাতে ভ্রমণকালে আপনার কার্ড সচল থাকে।
৩. শেষ মুহূর্তে বিমানের টিকিট বাতিল করলে অতিরিক্ত খরচ হতে পারে। ফলে অনেক আগে থেকেই সব প্ল্যান করে রাখুন।
৪. একই সার্ভিসের জন্য অতিরিক্ত চার্জ কেন দেবেন? বিদেশে বেড়ানোর আগে তাই সব দিক দেখেশুনে ট্র্যাভেল এজেন্ট বেছে নিন।
৫. এছাড়া অন্য সময় হলে উইকঅ্যান্ড ফ্লাইটের টিকিট না কেটে সপ্তাহের মাঝামাঝি কোনোদিন বেরিয়ে পড়ুন। কারণ উইকঅ্যান্ডে সাধারণত হোটেল বা ফ্লাইটের দাম বেশিই থাকে।