বীজ-চারা নয়, পাতা থেকেই জন্ম নেবে গাছ
কলকাতা টাইমস :
গাছের পাতা থেকেই জন্ম নেবে গাছ। ফলে বীজ বা নার্সারি থেকে অতিরিক্ত টাকা খরচ করে গাছ কেনার দরকার হবে না। কিছু ইনডোর গাছ আছে যা অল্প যত্নে বেড়ে ওঠে দ্রুত। তাদের চাহিদাও আছে ভালো। যেমন স্নেক প্ল্যান্ট, সিঙ্গোনিয়াম, মানি প্ল্যান্ট বা পোথোস।
জেনে নেন বিস্তারিত-
স্নেক প্ল্যান্ট:
একটি স্নেক প্ল্যান্ট থেকে পাতা কেটে নিন। যতটা সম্ভব গোড়ার দিক থেকে পাতা কাটলে ভাল। এ বার এক গ্লাস পরিষ্কার পানিতে সেই পাতার বৃন্ত ডুবিয়ে রাখুন। দেখবেন তিন সপ্তাহ পরেই শিকড় গজিয়েছে। তার পর টবের মাটিতে শিকড়সহ চারা পুঁতে দিলেই হলো। চাইলে পাতা কেটে সরাসরি মাটিতে বসাতেও পারেন।
সিঙ্গোনিয়াম:
স্নেক প্ল্যান্টের মতোই জনপ্রিয় সিঙ্গোনিয়াম। এটি বাতাসের দূষণ কমায়। সিঙ্গোনিয়ামের পাতাও পানিতে ডুবিয়ে রাখতে পারেন। খেয়াল রাখতে হবে, এ ক্ষেত্রে পাতা কাটবেন কাণ্ডের ঠিক যে জায়গা থেকে পাতা জন্মায়। স্বল্প আলো এবং মাঝারি আলোয় সিঙ্গোনিয়াম ভালো থাকে।
মানি প্ল্যান্ট:
খুব সহজে বেড়ে ওঠে এবং নানা ঘাত-প্রতিঘাত সহ্য করতে পারে মানি প্ল্যান্ট বা পোথোস। এ ক্ষেত্রেও কাণ্ডের ঠিক যে জায়গা থেকে পাতা জন্মায় ঠিক সে জায়গা থেকেই পাতা কেটে নিন। এই অংশে গ্রোথ হরমোন থাকে। পাতা কেটে নিলে সেই হরমোন ক্ষরণ হয় এবং পাতা থেকে চারাগাছ জন্মাতে সাহায্য করে।
সাকিউলেন্ট:
সাকিউলেন্টের পাতা ছিঁড়ে শুকনো অবস্থায় ছায়ায় দুই থেকে তিন দিন রেখে দিন। এতে পাতার ক্ষত সেরে উঠবে। একটি টবের উপরে সুন্দর করে সাজিয়ে রাখুন পাতা। টবে প্রতিদিন পানি দিন। তবে অতিরিক্ত পানি জমে পাতা পচে যাওয়ার সম্ভাবনাও থাকে। তাই স্প্রে করে পানি দেওয়াই ভাল। ৪৫ দিন পরে দেখবেন, পাতা থেকেই জন্মেছে ছোট ছোট সাকিউলেন্ট।