‘ত্রিপুরার মুখমন্ত্রী বিপ্লবের পড়াশোনা অর্থহীন !’ -উইকিপিডিয়া
নিউজ ডেস্কঃ
‘মহাভারতের যুগেও নাকি ভারতে ইন্টারনেট ছিল’-ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের এমন মন্তব্যে গোটা জুড়ে ইতিমধ্যেই তৈরী হয়েছে বিতর্ক। এই ঘটনার পরপরই হঠাৎই বদলে যায় বিপ্লব দেবের উইকিপিডিয়ার পরিচয়পত্র। প্রথম জীবনে পড়াশোনার বিবরণ দিতে গিয়ে সেখানে লেখা হল, যে কথা মুখ্যমন্ত্রী বলেছেন, তারপর তার পড়াশোনার আর কোনো দামই থাকে না। যদিও পরে তা বদলে ফেলে উইকিপিডিয়া কতৃপক্ষ।
যদিও সংঘ পরিবারের সদস্যদের মুখে বারবারই এ ধরনের কথা শোনা গিয়েছে৷ গোমূত্রে ক্যান্সার নিরাময় থেকে শুরু করে গণেশ প্লাস্টিক সার্জারির উদাহরণ-এরকম ভূরি ভূরি মতের নমুনা অতীতে মিলেছে। তারই সাম্প্রতিক সংযোজন বিপ্লব দেবের বক্তব্য। বিপ্লব শুধু বলেই ক্ষান্ত হননি, নিজের বক্তব্যে অনড়ও থেকেছেন। তারপর বেশ কিছুক্ষণের জন্য বদলে যায় তার উইকিপিডিয়ার পরিচয়পত্র।