ত্রিভুবন এয়ারপোর্টে ভয়ঙ্কর দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ৬ কর্মীকে বদলি
নিউজ ডেস্কঃ
ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ছয় কর্মকর্তাকে নেপালের ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারের (এটিসি) কার্যালয় থেকে বদলি করা হয়েছে। দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী এ ছয় কর্মকর্তার মানসিক আঘাত প্রশমনে এই ব্যবস্থা নেয়া হয়েছে। তেমনটাই জানানো হয়েছে এয়ারপোর্ট অথরিটির তরফ থেকে। মঙ্গলবার দেশটির ইংরেজি দৈনিক মাই রিপাব্লিকা এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করেছে।
উল্লেখ্য, সোমবার ঢাকা থেকে নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর দুর্ঘটনায় পড়ে ইউএস-বাংলা এয়ারলাইন্স।দুঘটনায় মারা যান ৫০ জন।