বাংলা টেলি সিরিয়ালে আতঙ্ক, বন্ধ শুটিং !
কলকাতা টাইমসঃ
বিপন্ন বাংলা টেলিভিশনের ছোটপর্দা। বন্ধ হয়ে গেলো অন্তত ৫টি ধারাবাহিকের শুটিং। সময়ে পারিশ্রমিক না পাওয়ার কারণে। অভিযোগের তীর প্রযোজক সুব্রত রায়ের দিকে। যার প্রযোজনায় চলছে বর্তমানে পাঁচটি ধারাবাহিক। অভিযোগ, শিল্পীদের বকেয়া টাকা মেটাচ্ছেন না তিনি।
‘করুণাময়ী রানি রাসমণি’, ‘দেবী চৌধুরানী’, ‘সৌদামিনীর সংসার’, ‘তারাপীঠ’, ‘মা মনসা’র প্রযোজক সুব্রত। শিল্পী, কলাকুশলী মিলিয়ে ১১ কোটি টাকারও বেশি পাওনা দাঁড়িয়েছে প্রযোজকের কাছ থেকে। শুক্রবার আর্টিস্ট ফোরাম ঠিক করে আগামী ২৬ তারিখের মধ্যে সুব্রতকে টিডিএস-এর টাকা জমা দিতে হবে, তত দিন পর্যন্ত শুটিং বন্ধ থাকবে। আর্টিস্ট ফোরামের বক্তব্য, তাদের কাছে আর কোনো পথ নেই।