প্লেবয় মডেলকে ট্রাম্পের ঘুষ দেওয়ার গোপন অডিও টেপ ফাঁস !
কলকাতা টাইমসঃ
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্কের কথা ফাঁস করে দিয়েছিলেন প্লেবয় মডেল ক্যারেন ম্যাগডোগাল। তার মুখ বন্ধ করতে তাকে বিপুল অর্থ ঘুষ দিয়েছিলেন ট্রাম্প। সেই সম্পর্কিত এক গোপন অডিও ফাঁস হয়ে গেলো। আর সেই কারণেই ট্রাম্প তার প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনের ওপর ব্যাপক চটেছেন! এদিকে সেই রেকর্ড আবার পৌঁছে গেছে ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন অর্থাৎ এফবিআই -এর হাতে। গত বছর নিউইয়র্কে মাইকেল কোহেনের বাড়িতে অভিযানের সময় এফবিআই গোপনে রেকর্ড করা অডিও টেপটি হাতে পায়। অন্যদিকে ব্যাপারটিকে হালকা করতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এক টুইট বার্তায় লিখেছেন, এই ধরনের অভিযান বিস্মিত করার মতো। গোপনে এভাবে রেকর্ড করা বিস্ময়কর এবং অবৈধ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আরও লিখেছেন, তিনি ভুল কোন কিছু করেননি।
মার্কিন সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস জানাচ্ছে, রেকর্ডিংয়ে ডোনাল্ড ট্রাম্প এবং তার আইনজীবী মাইকেল কোহেন প্লেবয় মডেল ক্যারেন ম্যাগডোগালকের সঙ্গে অর্থদেওয়ার ব্যাপারে আলোচনা করেছেন। অডিও টেপ রেকর্ডটি ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের দু’মাস আগে রেকর্ড করা হয়। উল্লেখ্য, ব্যাংক ও ট্যাক্স জালিয়াতি এবং নির্বাচনী আইনভঙ্গের জন্য ট্রাম্পের প্রাক্তন আইনজীবী মাইকেল কোহেনকে নিয়ে তদন্ত চালাচ্ছে এফবিআই।