চীনকে সমর্থন করায় ৩ দেশ থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করে নিলেন ট্রাম্প
কলকাতা টাইমসঃ
চীনকে সমর্থন করায় তিনটি দেশ থেকে নিজেদের রাষ্ট্রদূতদের প্রত্যাহার করে নিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই সব দেশগুলি তাইওয়ানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এক চীন নীতি মেনে নেওয়ায় ট্রাম্প রাষ্ট্রদূত প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। যে সমস্ত দেশগুলো থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করা হলো, সেগুলো হলো- ডমিনিক্যান প্রজাতন্ত্র, এল সালভেদর এবং পানামা।
১৯৪৯ সালে গৃহযুদ্ধের মধ্যদিয়ে চীন ও তাইওয়ান বিভক্ত হয়ে যায় কিন্তু চীন মনে করে তাইওয়ানকে তারা আবার নিজেদের দেশের সঙ্গে একাত্ব করতে পারবে। ১৯৭৯ সালে আমেরিকা বেজিংয়ের এক চীন নীতি মেনে নেয়। যার অর্থ তাইওয়ানের ওপর চীনের সার্বভৌমত্ব মেনে নিয়েছে আমেরিকা। কিন্তু গত মার্চে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নীতি থেকে সরে গিয়ে মার্কিন কর্মকর্তাদের প্রকশ্যে তাইওয়ান সফরের অনুমতি দিয়ে নতুন আইন পাস করেন।