নির্বাচনে প্রেসিডেন্ট পদের সঙ্গে স্ত্রী মেলানিয়াকেও খোয়াতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প

কলকাতা টাইমসঃ
আসন্ন নির্বাচনে প্রেসিডেন্ট পদের সঙ্গে স্ত্রী মেলানিয়াকেও খোয়াতে চলেছেন ডোনাল্ড ট্রাম্প। তেমনটাই ইঙ্গিত পাওয়া গেলো হোয়াইট হাউজের অন্দরমহলে। ট্রাম্পের প্রাক্তন রাজনৈতিক উপদেষ্টা ওমারোসা এম নিউম্যান সম্প্রতি একটি বই প্রকাশ করেন। সেখানেই উঠে আসে মার্কিন প্রেসিডেন্টের দাম্পত্য জীবন নিয়ে নানান অজানা তথ্য।
নিউম্যানের দাবি, মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে মোটেও সুখে নেই মেলানিয়া। সম্পর্কে ইতি টানতে চান মার্কিন ফার্স্ট লেডি। একমাত্র বাধা হয়ে দাড়াচ্ছিলো ট্রাম্পের প্রেসিডেন্ট পদ। এবার মোক্ষম সুযোগের সদ্ব্যবহার করতে চান তিনি। ওমারোসার বক্তব্য, মেলানিয়া সঠিক মুহূর্ত খুঁজছেন। ট্রাম্পের প্রেসিডেন্ট পদ চলে যাওয়ার পরই তাকে ডিভোর্স দেবেন বর্তমান স্ত্রী।