ফেসবুককে ‘কুছ পরওয়া নেই’ বলেই নিজেই সোশ্যাল অ্যাপ বানালেন নিষিদ্ধ ট্রাম্প!
কলকাতা টাইমস :
বিতর্কিত মন্তব্য, মিথ্যা তথ্য আর উস্কানি; সবমিলিয়ে ফেসবুকসহ বেশ কয়েকটি সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষিদ্ধ আছেন ডোনাল্ড ট্রাম্প। তার অ্যাকাউন্ট ডিলেট করে দেয়া হয়েছে। সে কারণে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে বিচ্ছিন্ন জীবনযাপন করছেন প্রাক্তন এই মার্কিন প্রেসিডেন্ট।
তবে যারা ট্রাম্পকে চেনেন তারা ভালো করেই জানেন, ট্রাম্প এতো সহজে দমবার পাত্র নন। বড় বড় প্রযুক্তি সংস্থার বিরুদ্ধে তিনি যুদ্ধ ঘোষণা করেছিলেন। বলেছিলেন, তিনি নিজের অ্যাপ নিয়ে সোশ্যালে ফিরবেন। কথা রেখেছেন ট্রাম্প! একটি সামাজিক যোগাযোগের অ্যাপ নিয়েই তিনি ফিরছেন ভার্চুয়াল দুনিয়ায়। আর এই অ্যাপের নামটাও বেশ মজার. ‘ট্রুথ সোশ্যাল’।
সোমবার অ্যাপেলের অ্যাপ স্টোরে আনুষ্ঠানিকভাবে অ্যাপটি ছাড়া হবে। গত বছরের অক্টোবরেই ট্রাম্প ঘোষণা করেন, শিগগিরই আসছে ‘ট্রুথ স্যোশাল’। এরপরই তার অ্যাপ নিয়ে শুরু হয় জল্পনা-কল্পনা। ট্রাম্প মিডিয়া অ্যান্ড টেকনোলজি গ্রুপ-টিএমটিজি থাকছে অ্যাপটি দেখাশোনার দায়িত্বে।